গালওয়ান তাদেরই, ফের দাবি করল চিন




পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা তাদেরই অংশ। বুধবার ফের দাবি করেছে চিন। তাদের কথা, গালওয়ানের সার্বভৌমত্ব সবসময়ই চিনের। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ানের অভিযোগ, প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে দুই পক্ষের সমঝোতা লঙ্ঘন করেছে ভারতীয় সেনা। যে সংঘর্ষ হয়েছে তা হয়েছে চিনের মাটিতে। তাঁর কথায়, ভারতকে সীমান্তে তার সেনাকে সংযত করতে হবে। তারা যেন কোনওরকম প্ররোচনা না দেয়। আলোচনার মাধ্যমে বিবাদ মেটাতে চিনের সঙ্গে তাদের কাজ করা উচিত। যে ঘটনা ঘটেছে তার জন্য চিন দায়ী নয়। ভারতের তরফে চিনের এই বক্তব্যকে উড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, সাংবাদিক বৈঠকের সময় ঝাও লিঝিয়ানকে সংঘর্ষে ৪৩ জন চিনা সেনার মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তাঁর একটাই কথা, দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم