রামদেবের নামে এফআইআর




আয়ুষ মন্ত্রকের বিনা অনুমোদনে করোনার আয়ুর্বেদিক ওষুধ বাজারে ছাড়ার জন্য যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজস্থান পুলিশ। এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে রামদেবের পতঞ্জলির চার এমডি আচার্য বালকৃষ্ণ, জয়পুরের নিমসের ডিরেকটর বি এস তোমার, তাঁর ছেলে অনুরাগ তোমার এবং সিনিয়র সায়েন্টিস্ট অনুরাগ ভার্সনেকেও এফআইআরে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, কালা জাদু আইনে অভিযোগ আনা হয়েছে। হরিদ্বারের পতঞ্জলি আয়ুর্বেদ মঙ্গলবার তাদের করোনানাশক ওষুধ করোনিল বাজারে ছেড়েছে। তাদের দাবি, এই ওষুধ সাতদিনে করোনা রোগীকে সুস্থ করে দেবে। এই ওষুধের পরীক্ষার সঙ্গে জয়পুরের নিমস যুক্ত বলেও তাদের দাবি। আয়ুষমন্ত্রক পতঞ্জলিকে ওষুধ ছাড়া বন্ধ করতে এবং কোনও বিজ্ঞাপন না করতে নির্দেশ দেয়। এই ওষুধ নিয়ে নানা থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছে। পতঞ্জলির দাবি, তারা সবরকম নিয়ম মেনেছে। বিহারেও রামদেবের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ৩০ জুন মামলার শুনানি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم