বড়সড় সাফল্য ভারতের। চিনের রক্তচক্ষু উপেক্ষা করেই গালওয়ান নদীর ওপর বেইলি ব্রিজের কাজ শেষ করল সেনাবাহিনী। যেটা ভারতকে সাহায্য করবে এই সেক্টরে নিজেদের অবস্থান শক্ত করতে। এরফলে ওই এলাকায় সহজেই ভারতীয় সেনাবাহিনীর ইনফ্যান্টি ডিভিশন গালওয়ান নদী পেরিয়ে ঢুকে পড়তে পারবে। সেনা সূত্রে জানা যাচ্ছে, দারবুক থেকে দৌলত বাগ ওল্ডি ‘এয়ারস্ট্রিপ’ পর্যন্ত দীর্ঘ ২৫৫ কিমি রাস্তাকে সংযুক্ত করল এই বেইলি ব্রিজটি। ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নজীর হয়ে দাঁড়াল এই ব্রিজটি। কারণ গালওয়ান নদীর উপর উঁচু খাড়া পাহাড়ের কোলে বেইলি ব্রিজ নির্মিত হয়েছে। এখানে কোনও সমতল জমি যেমন নেই, তেমনই খুবই সংকীর্ণ গিরিখাত।
গরমের সময়ও এই এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে।
ফলে অত্যন্ত কঠিন পরিস্থিতিতেই ৬০ মিটার লম্বা এই ব্রিজটি বানিয়ে ফেলেছেন ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা। তাঁদের সাহায্য করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। চার লেনের এই ব্রিজটি গালওয়ান ও শায়ক নদীর সংযোগস্থল থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত। আর চিন-ভারত সেনাবাহিনীর সংঘর্ষস্থলের থেকে মাত্র ২ কিমি দুরে। এর ফলে প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে ভারতীয় সেনার ফরোয়ার্ড পোস্টগুলিতে ভারী যুদ্ধাস্ত্র, সামরিক সরঞ্জাম, রসদ, সেনা, যানবাহন সবই মসৃণভাবে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে সেনা আধিকারিকরা। বৃহস্পতিবার ব্রিজটির নির্মাণ শেষ হয়েছে। এক সেনাকর্তার দাবি, ভারতীয় সেনার ফর্মেশন ইঞ্জিনিয়াররা এবং বর্ডার রোডস অর্গানাইজেশন নিজের কাজ চালিয়ে যাবে। চিনের সেনার কোনও অভিসন্ধিই সার্থক হবে না।
إرسال تعليق
Thank You for your important feedback