গত ৫ জুন উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভেনিউয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢুকে ১৭ লাখ ২৮ হাজার টাকা লুট করে। টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় রাস্তায় টাকার বান্ডিল ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে ওইদিন রাতেই চারজনকে গ্রেফতার করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। তিনজনকে উত্তরপাড়া ও ডাকাতির মূল পাণ্ডা প্রীতম ঘোষকে চুঁচুড়ার রবীন্দ্রনগর থেকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দশ লাখ টাকা উদ্ধার হয়। দশদিনের পুলিশ হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতির ঘটনায় জড়িত উমেশ পাশোয়ানের কথা জানতে পারেন তদন্তকারীরা। সোমবার উত্তরপাড়া থানায় চন্দননগর পুলিশের ডিসি (শ্রীরামপুর) ঈশানী পাল জানান, ডাকাতি হওয়া পুরো টাকাই উদ্ধার করা গিয়েছে ধৃতদের কাছ থেকে। মোট তিনটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড কার্তুজ ও উদ্ধার হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত দুটি গাড়ি সিজ করা হয়েছে।
গত ৫ জুন উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভেনিউয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢুকে ১৭ লাখ ২৮ হাজার টাকা লুট করে। টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় রাস্তায় টাকার বান্ডিল ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে ওইদিন রাতেই চারজনকে গ্রেফতার করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। তিনজনকে উত্তরপাড়া ও ডাকাতির মূল পাণ্ডা প্রীতম ঘোষকে চুঁচুড়ার রবীন্দ্রনগর থেকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দশ লাখ টাকা উদ্ধার হয়। দশদিনের পুলিশ হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতির ঘটনায় জড়িত উমেশ পাশোয়ানের কথা জানতে পারেন তদন্তকারীরা। সোমবার উত্তরপাড়া থানায় চন্দননগর পুলিশের ডিসি (শ্রীরামপুর) ঈশানী পাল জানান, ডাকাতি হওয়া পুরো টাকাই উদ্ধার করা গিয়েছে ধৃতদের কাছ থেকে। মোট তিনটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড কার্তুজ ও উদ্ধার হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত দুটি গাড়ি সিজ করা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback