লাদাখ নিয়ে ভারতের বিদেশমন্ত্রী সঙ্গে কথা চিনা বিদেশমন্ত্রীর



পূর্ব লাদাখ সীমান্তে সংঘর্ষ ও উত্তেজনা নিয়ে বুধবার ফোনে কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র। তাঁদের মধ্যে সীমান্তের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। রয়টার্স জানাচ্ছে, দুপক্ষই ন্যায্য পথে অতি দ্রুত উত্তেজনা কমানোর বিষয়ে একমত হয়েছে। চিনা বিদেশমন্ত্রী সীমান্তের সংঘর্ষে দায়ী সেনাদের শাস্তি দেওয়া ও সামনের সারিতে কর্মরত সেনাদের নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। এর আগে চিনা বিদেশমন্ত্রেকর মুখপাত্র বলেছিলেন, আলেচনার মাধ্যমেই সমস্যার সামধান করা হবে। চিন নিশ্চিতভাবেই আর কোনও সংঘর্ষ চায় না। এতদিন ধরে এনিয়ে স্থানীয় স্তরেই সেনাকর্তারাই কথা বলছিলেন। মোদিও বুধবার জানিয়েছেন, ভারত শান্তি চায়। তবে প্রয়োজনে যোগ্য জবাব দেবে ভারত। অন্যদিকে, রাষ্ট্রসংঘের পর এবার ইউরোপিয়ান ইউনিয়নও দুই দেশকে সংযম দেখাতে ও উত্তেজনা কামনোর কথা বলেছে। ইইউ-এর মুখপাত্র ভার্জিন বাত্তু-এনরিকসন জানিয়েছেন, পরস্পরের মধ্যে বিশ্বাস তৈরি করা এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করা উচিত।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم