কাশ্মীরে অস্ত্র-সহ পাক গুপ্তচর ড্রোন গুলি করে নামাল বিএসএফ


জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় এক পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বেশ কয়েকদিন ধরেই কাশ্মীরে সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। গত ১৫ দিনে একের পর এক এনকাউন্টারে খতম হয়েছে বহু জঙ্গি। এবার ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে (LoC) ওই ড্রোনটিকে গুলি করে নামানো হল। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর তালুকে রাঠুয়া গ্রামেই একটি ড্রোনকে উড়তে দেখেন গ্রামবাসীরা। খবর পায় বিএসএফ-এর ১৯ ব্যাটেলিয়েনের টহলদারি দল। তাঁদেরই এক জওয়ান প্রায় ৮ রাউন্ড গুলি চালিয়ে ড্রোনটিকে অকেজ করে নীচে নামায়।

জানা গিয়েছে, ওই ড্রোনে আমেরিকায় তৈরি একটি এস-৪ রাইফেল, দুটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড কার্তুজ ও ৭টি গ্রেনেড বাঁধা ছিল। পানসারের বর্ডার আউটপোস্টের কাছেই ওই পাকিস্তানি ড্রোনটিকে নীচে নামানো হয়। যা পাকিস্তান বর্ডার থেকে মাত্র ২৫০ মিটার দূরে ছিল। বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, ওই ড্রোনে একটি ছোট্ট চিরকূটও ছিল, যাতে আলি ভাই নামে একজনের নামও পাওয়া গিয়েছে। গোয়েন্দাদের মতে ওই ড্রোনের মাধ্যমেই অস্ত্রশস্ত্র নির্দিষ্ট এলাকায় পাঠানো হচ্ছিল। যেটি সীমান্তের ওপারের কোনও পাক সেনাঘাঁটি থেকে নিয়ন্ত্রন করা হচ্ছিল। এর আগে বিভিন্ন উপায়ে সীমান্তে অস্ত্র পাচারের চেষ্টা করেছে পাকিস্তান। কিন্তু এবার ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচারের চেষ্টা যথেষ্ট অভিনব বলেই মনে করছেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم