করোনায় ৪৫১ মৃত্যুর রেকর্ড নেই মুম্বইয়ে



কম করেও মুম্বইয়ে করোনায় ৪৫১ জনের মৃত্যুর রেকর্ড নেই। বৃহন্মমুম্বই পুরসভা এই মৃত্যুর খবর নথিভুক্ত করেনি। মহারাষ্ট্র সরকার হিসেব মেলাতে শুরু করায় এই অসঙ্গতি ধরা পড়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, পুরসভা জানিয়েছে, মৃতদের মধ্যে তিনজনের করোনা নয়, আত্মহত্যা বা দুর্ঘচানর মতো অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ২০ জনের নাম ভুল করে দুবার লেখা হয়ে গিয়েছে। ৪৫১টি মৃত্যুর মধ্যে ৫৭টির ক্ষেত্রে পুরসভা তথ্য পাঠিয়েছে দফায় দফায়। গত সপ্তাহে একটি বৈঠকে পুরসভাকে বিষয়টি পরিষ্কার করতে বলা হয়েছে। পুরসভার কথা মেনে নিলেও এখনও হি েব মিলছে না ৩৭১ জনের। মুম্বইয়ে এখন মৃতের হার ৩.৭ শতাংশ। জাতীয় গড় ২.৮ শতাংশ থেকে তা অনেক বেশি। আইসিএমআরের পোর্টালের সঙ্গে রাজ্য সরকারের পোর্টালের সংখ্যায় গরমিল ধরা পড়ার পরই সামনে এসেছে এই অসঙ্গতি। রাজ্যের স্বাস্থ্যসচিব প্রদীপ ব্যাস প্রতিটি জেলা থেকে সর্বশেষ তথ্য পাঠাতে বলে চিঠি দেন। তখনই ধরা পড়ে ৪৫১ জনের কোনও রেকর্ডই নেই। মুখ্যসচিব অজয় মেহাতা জানিয়েছে, এই ভুল ইচ্ছাকৃত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم