মাঝরাতে আচমকা ধস, অন্ডালে মাটির তলায় প্রচুর বাড়ি


গভীর রাতে ভয়ানক ধস, আচমকা ধসে পড়ল বিশাল এলাকার মাটি। কিছু বুঝে ওঠার আগেই মাটির তলায় আস্ত কয়েকটি বাড়ি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানা এলাকার জামবাদে। ধসে শেহনাজ বানু নামে একজন মহিলা চাপা পড়েছেন বলেই স্থানীয় বাসিন্দাদের দাবি। ইসিএল সূত্রে জানা যাচ্ছে প্রায় ১০০০ স্কোয়ার ফুট এলাকায় ধস নেমেছে। যাতে বেশ কিছু বাড়ি মাটির নীচে চাপা পড়ে যায়। ঘটনাটি ঘটেছে রাত দুটো নাগাদ। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১২-১৪টি বাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকাজ শুরু করতেই প্রায় ৭ ঘন্টা লেগেছে। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, চাপা পড়া মহিলাকে উদ্ধারের চেষ্টা চলছে।

তবে উদ্ধারকাজ নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালেও ওই এলাকায় বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী। যদিও শনিবার সকাল থেকেই পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বিশাল এলাকার মাটি প্রায় ৫০-৬০ ফুট গভীরে বসে গিয়েছে। এদিন সকালেই ওই এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি, ‘ইসিএল শুধু কয়লা উত্তোলনের কথা ভাবে। সাধারণ মানুষের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। গত ২ বছর ধরে পুনর্বাসনের কথা বললেও কেউ ঘর পাননি’। মাটি গর্ভে ঢুকে গিয়েছে ইসিএল আবাসনের একাংশও। এদিন বিক্ষোভ দেখায় বিজেপিও।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم