বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন, চিনের পাশাপাশি চাপ বাড়াচ্ছে পাকিস্তানও?





ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার ভোর ৩.৩০ নাগাদ পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। যোগ্য জবাব দিচ্ছে ভারতও। পাক গোলাবর্ষণে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। জানা যাচ্ছে তিনি নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন। গত ৪ জুন থেকে এই নিয়ে নিয়ন্ত্রণরেখা বরাবর ৪ ভারতীয় জওয়ানের মৃত্যু হল বলে সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘নিয়ন্ত্রণরেখা বরাবর কৃষ্ণঘাটি সেক্টরে বিনা প্ররোচনায় ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে এবং মর্টার শেল ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও’। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, একইসঙ্গে কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে বরাবর হিরানগর সেক্টরে কারোল মাতরাই এলাকায় ভারতীয় সেনা ছাউনি এবং গ্রামগুলি লক্ষ্য করে গোলাগুলি চালায় পাকিস্তানি রেঞ্জার্সরা। রবিবার রাত থেকেই কাশ্মীরের কৃষ্ণঘাটি সেক্টরে বিনা প্ররোচনায় ছোটো আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ এবং মর্টার শেল ছোড়ে পাকবাহিনী।























উল্লেখ্য, চলতি বছরের ১০ জুন পর্যন্ত মোট ২,০২৭ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রন রেখা বরাবর গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাক সেনাবাহিনী। গত বছরে সেই সংখ্যাটা ছিল ৩,১৬৮। বিগত কয়েকদিনে পাক সেনার সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা অনেকটাই বেড়ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে চিনের মতো পাকিস্তানও ভারতের ওপর চাপ বাড়াতে চাইছে। এরজেরেই একদিকে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন অন্যদিকে লাদাখ সীমান্তে চিনা সেনার আগ্রাসন। সবমিলিয়ে দুদিক থেকেই চাপ রয়েছে আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। পাক সংঘর্ষবিরতি লঙ্ঘনের মধ্যেই জম্মু-কাশ্মীর থেকে সেনাবাহিনী পাঠানো হয়েছে লাদাখের চিন সীমান্তে। পাকিস্তানি রেঞ্জার্সের ছোঁড়া গোলাগুলিতে যেমন চার ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে, তেমনই বেশ কয়েকজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। মাঝে মধ্যেই কাশ্মীর সীমান্তবর্তী এলাকার কাছাকাছি গ্রামগুলিতে আছড়ে পড়ছে পাক মর্টার।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم