বেড়েই চলছে পেট্রোল, ডিজেলের দাম। মঙ্গলবার লাগাতার ১০ দিন বাড়ল জ্বালানি তেলের দাম। পেট্রোল বেড়েছে লিটারে ৪৭ পয়সা, ডিজেল ৫৭ পয়সা। পেট্রোলের দর বেড়ে কলকাতায় পেট্রোল হয়েছে ৭৮ টাকা ৫৫ পয়সা, ডিজেল ৭০ টাকা ৮৪ পয়সা। মুম্বইয়ে পেট্রোল ৮৩ টাকা ৬২ পয়সা, ডিজেল ৭৩ টাকা ৭৫ পয়সা। দিল্লিতে পেট্রোল হয়েছে ৭৬ টাকা ৭৩ পয়সা, ডিজেল ৭৫ টাকা ৭৩ পয়সা। চেন্নাইয়ে পেট্রোল ৮০ টাকা ৩৭ পয়সা, ডিজেল ৭৩ টাকা ১৭ পয়সা। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমে যাওয়ার পরেও ভারতে তেলের দাম বেড়েই চলেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইটে বলেছেন, মধ্যবিত্ত, গরিবরা উচ্চবিত্তদের উপহারের খরচ জোগাচ্ছেন। উল্লেখ্য, ৮২ দিন পর কেল কোম্পানিগুলি ফের দৈনন্দিন ভিত্তি দর সংশোধন শুরু করেছে ৭ জুন থেকে। এপর্যন্ত সবমিলিয়ে পেট্রোল বেড়েছে লিটারে ৪ টাকা ৯৮ পয়সা, ডিজেল ৫ টাকা ২৩ পয়সা।
বেড়েই চলছে পেট্রোল, ডিজেলের দাম। মঙ্গলবার লাগাতার ১০ দিন বাড়ল জ্বালানি তেলের দাম। পেট্রোল বেড়েছে লিটারে ৪৭ পয়সা, ডিজেল ৫৭ পয়সা। পেট্রোলের দর বেড়ে কলকাতায় পেট্রোল হয়েছে ৭৮ টাকা ৫৫ পয়সা, ডিজেল ৭০ টাকা ৮৪ পয়সা। মুম্বইয়ে পেট্রোল ৮৩ টাকা ৬২ পয়সা, ডিজেল ৭৩ টাকা ৭৫ পয়সা। দিল্লিতে পেট্রোল হয়েছে ৭৬ টাকা ৭৩ পয়সা, ডিজেল ৭৫ টাকা ৭৩ পয়সা। চেন্নাইয়ে পেট্রোল ৮০ টাকা ৩৭ পয়সা, ডিজেল ৭৩ টাকা ১৭ পয়সা। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমে যাওয়ার পরেও ভারতে তেলের দাম বেড়েই চলেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইটে বলেছেন, মধ্যবিত্ত, গরিবরা উচ্চবিত্তদের উপহারের খরচ জোগাচ্ছেন। উল্লেখ্য, ৮২ দিন পর কেল কোম্পানিগুলি ফের দৈনন্দিন ভিত্তি দর সংশোধন শুরু করেছে ৭ জুন থেকে। এপর্যন্ত সবমিলিয়ে পেট্রোল বেড়েছে লিটারে ৪ টাকা ৯৮ পয়সা, ডিজেল ৫ টাকা ২৩ পয়সা।
إرسال تعليق
Thank You for your important feedback