লোক ছাড়া পুরীর রথে আপত্তি নেই, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র



কাল রথযাত্রা। শেষমুহূর্তের সব প্রস্তুতি সারা। রথ সাজানো থেকে তিনটি রথে অজ্ঞানমালা আনা, সবই হয়েছে। কিন্তু মঙ্গলবার শ্রীমন্দির থেকে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের রথ বেরোবে কিনা তা অনিশ্চিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ কী নির্দেশ দেয়, সেদিকে সাগ্রাহে তাকিয়ে সবাই। সুপ্রিম কোর্টে সোমবার কেন্দ্র জানিয়েছে, করোনা মহামারির জন্য কোনও লোকসমাগম ছাড়াই রথযাত্রায় তাদের কোনও আপত্তি নেই।


শীর্ষ আদালেত প্রধান বিচারপতি এস এ বোবদের তিন সদস্যের বেঞ্চে এই শুনানি হয়। একই বক্তব্য ওডিশা সরকারেরও। তারাও নির্দিষ্ঠ কিছু বিধিনিষেধ আরোপ করে রথযাত্রার পক্ষে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, রখযাত্রা কোটচি কোটচি মানুষের বিশ্বাসের জিনিস। এবার যদি রথ না বেরোয় তবে আগামী ১২ বছর রীতি অনুযায়ী রথ বেরোতে পারবে না। কেন্দ্রর মত, রাজ্য প্রযোজনে মঙ্গলবার পুরীতে কার্ফু জারি করতে পারে। কেবলমাত্র যেসব লোকের করোনা পরীক্ষায় নেগেটিভ, তাঁরাই রথের কাছে থাকবেন। এর আগে সুপ্রিম োকর্ট বলেছিল, এবছর যদি রথযাত্রার অনুমতি দেওএয়া হয় তবে ভগবান জগন্নাথও তারে ক্ষমা করবেন না। মহামারির সময় এই রথযাত্রা করা যায় না। ওডিশা বিকাশ পরিষদ নামে একটি সংস্থা ও অন্যন্যরা এই মামলা করে। তাতে পরে যোগ দেয় রাজ্যও।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم