রাজস্থানে তিনটি রাজ্যসভার আসনের মধ্যে কংগ্রেস জিতল দুটিতে। একটিতে বিজেপি। অন্যদিকে, মধ্যপ্রদেশে বিজেপি জিতেছে দুটিতে, কংগ্রেস একটিতে। এখনও জানা যায়নি গুজরাতের ফল। কোনওরকম ক্রস ভোটিং ছাড়াই কংগ্রেসের কে সি বেণুগোপাল এবং নীরজ দাঙ্গি এংব বিজেপির রাজেন্দ্র গেহলত জিতে গিয়েছেন। মধ্যপ্রদেশে বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সুমের সিং শোলাঙ্কি জিতেছেন, জয়ী কংগ্রেসের দিগ্বিজয় সিংও। শুক্রবারই সবরকম স্বাস্থ্যবিধি মেনে ১০ রাজ্যের ২৪টি আসনে ভোটগ্রহণ হয়েছে। রাজ্যসভায় গরিষ্ঠতা পেতে বিজেপিকে এখনও প্রায় ৩০টি আসন পেতে হবে।
রাজস্থানে তিনটি রাজ্যসভার আসনের মধ্যে কংগ্রেস জিতল দুটিতে। একটিতে বিজেপি। অন্যদিকে, মধ্যপ্রদেশে বিজেপি জিতেছে দুটিতে, কংগ্রেস একটিতে। এখনও জানা যায়নি গুজরাতের ফল। কোনওরকম ক্রস ভোটিং ছাড়াই কংগ্রেসের কে সি বেণুগোপাল এবং নীরজ দাঙ্গি এংব বিজেপির রাজেন্দ্র গেহলত জিতে গিয়েছেন। মধ্যপ্রদেশে বিজেপির জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং সুমের সিং শোলাঙ্কি জিতেছেন, জয়ী কংগ্রেসের দিগ্বিজয় সিংও। শুক্রবারই সবরকম স্বাস্থ্যবিধি মেনে ১০ রাজ্যের ২৪টি আসনে ভোটগ্রহণ হয়েছে। রাজ্যসভায় গরিষ্ঠতা পেতে বিজেপিকে এখনও প্রায় ৩০টি আসন পেতে হবে।
إرسال تعليق
Thank You for your important feedback