রবিবার সূর্যগ্রহণ, কলকাতায় দেখা যাবে আংশিক





আবারও ২১ জুন নেমে আসতে চলেছে অন্ধকার। তবে এবার প্রাকৃতিক কারণে। রবিবার বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবে দেশ। দেশের কিছু অংশের মানুষ রিং অফ ফায়ার দেখতে পাবেন বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। চাঁদের আড়াল থেকে সূর্যের যে অংশটি দেখা যাবে তাকে অনেকটা আগুনের আংটির মতো দেখতে লাগবে। এই সূর্যগ্রহণকে বলয়গ্রাস গ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। আফ্রিকার মধ্য অঞ্চলের কঙ্গো থেকে তারপর ইথিওপিয়া, দক্ষিণ সুদান হয়ে ভারত মহাসাগরের ছোট্টো একটু অঞ্চলের উফর দিয়ে গিয়ে ওমান, সৌদি আরব, পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ। ভারতবর্ষ থেকে তিব্বত, চিন, তাইওয়ানের পর প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি জায়গায় শেষ হবে বলয়গ্রাস সূর্যগ্রহণটি। বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষের মধ্যে দেখা যাবে হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থানে।


দেশের বাকি অংশে দেখা যাবে আংশিক গ্রহণ। কলকাতার আকাশেও দেখা যাবে আংশিক গ্রহণ, তবে আকাশ পরিস্কার থাকলেই সেটা প্রত্যক্ষ করা যাবে। জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, কলকাতায় গ্রহণ শুরু হবে সকাল ১০টা ৪৬ মিনিট থেকে৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে৷ গ্রহণ চলবে দুপুর ২টো ১৭ মিনিট পর্যন্ত৷ কলকাতার আকাশে গ্রহণ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে তখন সূর্যের ৬৫.৫ শতাংশ ঢেকে ফেলবে চাঁদ৷ ১৯৩৮ সালের পর ২০২০-তে ফের উত্তরায়ণে সূর্যগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ববাসী৷ তবে এবারের সূর্যগ্রহণ দেখার জন্য মেঘের অবস্থানের ওপর নির্ভরশীল থাকতে হবে বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم