বেলজিয়ান মেলিনয় প্রজাতির সারমেয় ‘ওরল্যান্ড’। এই প্রজাতির কুকুরই খুঁজে বের করেছিল বিশ্বত্রাস ওসামা বিন লাদেনকে। এবার রাজ্যের বন দফতরের জন্য আনা হল এই বেলজিয়ান মেলিনয় প্রজাতির দুটি প্রশিক্ষিত কুকুর। যাদের একটি যাবে দক্ষিণের সুন্দরবন ও অন্যটি যাবে উত্তরের গরুমারা অভয়ারণ্যে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তিনমাসের প্রশিক্ষণের পরই দুটি কুকুর চলে এসেছে সল্টলেকের বনদফতরের রেসকিউ সেন্টার বা ডিয়ার পার্কে।
এখান থেকেই তাঁদের শারীরিক পরীক্ষানিরীক্ষার পরই পাঠিয়ে দেওয়া হবে সুন্দরবন ও গরুমারায়। বন দফতর সূত্রে জানা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্যের নিরাপত্তা নিয়ে উঠছিল নানান প্রশ্ন। চোরাশিকারীদের দৌঁড়াত্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল এই অভয়ারণ্যের নিরাপত্তারক্ষীরা। চোরাশিকারীদের হাতে মারা পড়েছে একশৃঙ্গ গন্ডার, হাতি ও চিতার মতো বন্যপ্রাণ। এই চোরাশিকার বন্ধ করতে হিমশিম থেকে হচ্ছে বনরক্ষীবাহিনী ও পুলিশকর্মীদের। ফলে তাঁদের সাহায্য করতেই গরুমারায় পাঠানো হচ্ছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ‘ওরল্যান্ড’। এই ব্যবস্থায় খুশি পরিবেশপ্রেমীরা। তাঁদের আশা এবার চোরাশিকারের লাগাম টানা সম্ভব হবে। জানা যাচ্ছে উত্তরবঙ্গে আরও দুটি বিশেষ প্রশিক্ষিত কুকুর পাঠানোর ব্যবস্থা করছে রাজ্যের বন দফতর।
إرسال تعليق
Thank You for your important feedback