সামনে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, সুশান্তের মৃত্যুর কারণ ‘হ্যাংগিং’



রবিবার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটেই দেহ উদ্ধার হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তাঁর পরিচারক ও বন্ধুদের দাবি, নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্তকে। পরে দেহ উদ্ধার করে মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানেই হয় ময়নাতদন্ত। সোমবার সকালে সেই ময়নাতদন্তের প্রথামিক রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সংবাদমাধ্যমের দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সুশান্তের মৃত্যুর কারণ লেখা হয়েছে ‘হ্যাংগিং’। সূত্রের খবর সুশান্তের কোভিড টেস্টও করা হয়েছে, তার রিপোর্ট নেগেটিভই এসেছে। অর্থাৎ কোনও কিছুর সঙ্গে ঝুলে পড়ার জন্যই মৃত্যু হয়েছে বলিউডের এই জনপ্রিয় তারকার। যদিও দেহ উদ্ধার ও ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি। তবে বেশ কিছু অ্যান্টি ডিপ্রেশন ওষুধ ও প্রেসক্রিপশন পেয়েছে পুলিশ। ফলে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ ছিল আত্মহত্যাই করেছেন অভিনেতা। তবে মুম্বাই পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, সুশান্তের দেহের প্রাথমিক ময়নাতদন্ত হলেও এখন পূর্ন হয়নি প্রক্রিয়া। সেই কারণে দেহ পরিবারের হাতে তুলে দিতে সোমবার দুপুর হয়ে যাবে। জানা যাচ্ছে সুশান্তের দেহের কয়েকটি নমুনা কলিনা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। সেখানেই পরীক্ষা হবে শরীরের কোথাও বিষক্রিয়া হয়েছিল কিনা। পরিবার সূত্রের খবর, সোমবারই বিকেলের দিকে মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে সুশান্তের। ইতিমধ্যেই পাটনা থেকে চার্টার্ড বিমানে মুম্বই পৌঁছেছেন তাঁর পরিবারের সদস্যরা। পরিবারের সবচেয়ে ছোট ছেলে সুশান্ত। তাঁর চার দিদি রয়েছে। ফলে সুশান্তের আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ তাঁর পরিবার। সুশান্তর মামা আরপি সিংয়ের অভিযোগ, ‘এটা আত্মহত্যা নয়, এটা ঠান্ডা মাথায় করা খুন’। এখন দেখার সুশান্তর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টে কোন দিক উন্মচিত হয়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم