তাপ বাড়ছে সাইবেরিয়ায়




সাইবেরিয়া মানেই আগাপাশতলা বরফের চাদরে মোড়া একটা বিরাট এলাকা। সেখানে তাপমাত্রা থাকে হিমাঙ্কের অনেক নীচে। সেই সাইবেরিয়ার তাপমাত্রা বাড়ছে। তা চিন্তায় ফেলে দিয়েছে আবহহবিদের। তাঁদের মতে, এটা বিপজ্জনক।
গতমাসে সাইবেরিয়ার তাপমাত্রা গড়ের ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৯৭৯ সালের পর থেকে তা সর্বোচ্চ। মে মাস গোটা বিশ্বেই ছিল উষ্ণতম। তারউই পিঠোপিঠি গরম হচ্ছে সাইবেরিয়াও। পরিবেশবিজ্ঞানী মার্তিন স্তাধাল জানাচ্ছেন, উত্তর পশ্চিম সাইবেরিয়ায় এমন ঘটনা ঘটে পারে এক লাখ বছরে একবারই।
শুধু মে মাসই নয়, সাইবেরিয়া গোটা শীত আর বসন্তেই উষ্ণতর তাপমাত্রা দেখেছে। বিশেষ করে, জানুয়ারির পর থেকেই গরম বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন, কোনও সন্দেহ নেই, এটা উদ্বেগজনক। গত ৬ বছরে এমন কাণ্ড ঘটেনি। তাপমাত্রায় হেরফের হলেও এতদিন ধরে এত গরম সাইবেরিয়ায় হয়নি কখনও।
পৃথিবীর তাপমাত্রাই বাড়ছে। বিশ্ব উষ্ণায়নের কারণে তাপমাত্রা সাইবেরিয়ায় বাড়ছে দ্বিগুণ মাত্রায়। এবছরের গোড়ায় রাশিয়ায় ১৪০ বছরের সবথেকে বেশি গরম রেকর্ড হয়েছে। এমাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাইবেরিয়ার নরিস্ক শহরে জরুরি অবস্থা জারি করেছিলেন। সেখানে একটি তাপবিদ্যুৎকেন্দ্র থেকে তেল বেরিয়ে নদীতে মেশার পর এই নির্দেশ দেন তিনি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم