৯৩ দিন পর অবশেষে খুলতে চলেছে বীরভূমের তারাপীঠ মন্দির। করোনা সংক্রমণের জেরে দেশজোড়া লকডাউনের জন্যই বন্ধ ছিল সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু পঞ্চমদফা লকডাউনের পর বেশ কয়েকটি সুরক্ষাবিধি মেনে ধর্মীয় প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে রাজ্যে দক্ষিণেশ্বর, বেলুড়মঠ-সহ বিভিন্ন মন্দির খুলে যায়। তবে বন্ধ ছিল বীরভূমের ঐতিহ্যবাহী তারাপীঠ মন্দির। শনিবারই মন্দির কমিটি বৈঠকে বসেন এই নিয়ে। সেখানেই সিদ্ধান্ত হয় আগামী রথযাত্রার দিন খুলে দেওয়া হবে মা তারার মন্দির।
তবে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারলেও গর্ভগৃহে প্রবেশ কঠোরভাবে নিষেধ থাকবে। পুজো দেওয়ার পদ্ধতিতেও বদল আনা হয়েছে। ফুল-মালা নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবেনা। মায়ের চরণামৃতও দেওয়া হবেনা। মন্দিরে ইতিমধ্যেই বসানো হয়েছে স্যানিটাইজার গেট। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লাইনে দাগ কাটাও হয়ে গিয়েছে। মুখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ করেই প্রবেশ করা যাবে মন্দিরে। বিগ্রহ দর্শন করেই বেড়িয়ে আসতে হবে ভক্তদের। তারাপীঠ মন্দির কমিটির এক সদস্য জানিয়েছেন, এবছর রীতি ভেঙে মা তারা রথে চাপবেন না। করোনা সংক্রমণের জন্যই ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রীতি মেনে যাবতীয় আচার মেনে পুজোপাঠ হবে রথের দিন।
إرسال تعليق
Thank You for your important feedback