বিক্ষোভের জেরে পদত্যাগের হিড়িক মার্কিন পুলিশে


তিন সপ্তাহ আগে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশের হাতে নিহত হওয়ার পর থেকে কাঠগড়ায় উঠেছে আমেরিকার পুলিশ ব্যবস্থা। বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন, পুলিশ অফিসারদের সাজা হোক, বন্ধ করা হোক পুলিশ বিভাগকে অর্থবরাদ্দ। এরইমধ্যে সমস্যায় পড়েছে পুলিশবিভাগ। বেশ কিছু অফিসার পদত্যাগ করেছেন। যেখানে জর্জ ফ্লয়েডকে হাঁটু দিয়ে চেপে মেরে ফেলা হয়েছিল, সেই মিনিয়াপোলিসে অন্তত সাতজন পুলিশ অফিসার কাজ ছেড়ে দিয়েছেন। ছাড়ার পথে আরও জনা ছয়েক। খোলা চিঠিতে জর্জের হত্যার জন্য নিজেদের অফিসারেরই নিন্দা করেছে মিনিয়াপোলিসের পুলিশবিভাগ। আরেক কৃষ্ণাঙ্গ রেসার্ড ব্রুকসকে গুলি করে মারার পর আটলান্টার পুলিশপ্রধান পদত্যাগ করেছেন। সেখানে কাজ ছেড়েছেন আটজন পুলিশ অফিসার। এর আগে ১৯ জন কর্মী পদত্যাগ করেছিলেন আটলান্টায়। নিজেদের নিরাপত্তার দাবি তুলে দক্ষিণ ফ্লোরিডায় পদত্যাগ করেছেন ১০ পুলিশ অফিসার। বাফেলোয় পদত্যাগ করেছেন প্রায় ৬০ জন অফিসার। সেখানে এক বৃদ্ধ বিক্ষোভকারীর ওপর অত্যাচারের জেরে দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে তাঁরা কাজ ছেড়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم