কশাইখানা থেকে কোয়ারেন্টাইনে ৭ হাজার




একটি কশাইখানা থেকে করোনা সংক্রমিত অন্তত সাতহাজার লোক। ঘটনা পশ্চিম জার্মানির। নর্থ রাইন- ওয়েস্টফালিয়ার ওই কশাইখানায় শয়ে শেয় কর্মীর করোনা ধরা পড়েছে। এই কশাইখানা জার্মানির বৃহত্তম মাংস রফতানিকারী কোম্পানি টোনিস-এর। ১৭ দিন পর্যন্ত আগের সপ্তাহে করোনা পজিটিভ হয়েছেন ৬৫৫ জন। হাজারখানেক কর্মীর পরীক্ষা করা হয়েছে। এরপরই গোটা জেলার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে জার্মানির অন্য কয়েকটি কশাইখানা থেকেও করোনা সংক্রমণের খবর এসেছে। টোনিস কোম্পানির মালিকের বক্তব্য, পূর্ব ইউরোপ থেকে কর্মীরা কাজে ফেরার পর থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। ১৪ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কশাইখানাটিকে। উল্লেখ্য, করোনা সংক্রমণে জার্মানিতে মারা গিয়েছেন ৮,৮৫৬ জন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم