একদিনের বিরতির পর ফের বাড়ল জ্বালানির দাম


মাঝে মাত্র একদিনের বিরতি। সোমবার ফের বাড়ল জ্বালানি তেলের দাম। এই নিয়ে ২২ দিন বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৫ পয়সা। ডিজেল বেড়েছে ১৩ পয়সা লিটার প্রতি। ইঙ্গিত মিলছে, এই সপ্তাহে পেট্রোল, ডিজেলের দাম আরও বাড়ানো হবে। দিল্লিতে পেট্রোল এখন ৮০ টাকা ৪৩ পয়সা, ডিজেল ৮০ টাকা ৫৩ পয়সা। মুম্বইয়ে পেট্রোল ৮৭ টাকা ১৯ পয়সা, ডিজেল ৭৮ টাকা ৮৩ পয়সা। দেশের অন্তত ১৩টি বড় শহরে পেট্রোলের দর লিটারে ৮০ টাকার বেশি। মধ্যপ্রদেশের বালাঘাটে পেট্রোলের দর লিটারে এখন ৯০ টাকা ছুঁয়েছে। ডিজেলও বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। সবথেকে বেশি দাম রাজস্থান ও মধ্যপ্রদেশে। দেশের ৭টি বড় শহরে ডিজেল ৭৫ টাকার বেশি। এদিকে, জ্বালানির অস্বাভাবিক দরবৃদ্ধিতে বাজার আগুন, নাজেহাল সাধারণ মানুষ। পথে নামার কথা জানিয়েছে কংগ্রেস। দরবৃদ্ধি প্রত্যাহাক করার দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠাবেন দলের সব বিধায়ক, সাংসদ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم