গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,৯০৬, মৃত ৪১০ জন। এপর্যন্ত এটাই রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, দেশে মোট সংক্রমিত এখন ৫,২৮,৮৫৯ জন। মোট মৃত ১৬,০৯৫ জন। সুস্থ হয়েছেন ৩,০৯,৭১৩ জন। এখন দেশে সুস্থতার হার ৫৮.১৩ শতাংশ। মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, গুজরাত, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও তামিলনাডু এই আটটি রাজ্যে দেশের মোট সংক্রমণের ৮৫.৫ ভাগ রেকর্ড হয়েছে। এই আটটি রাজ্যে মৃতও মোট মৃতের ৮৭ শতাংশ। কেরলে রবিবার থেকে লকডাউন অনেকটাই শিথিল হয়েছে। রাস্তায় নেমেছে বাস, অটো। তবে সেরাজ্যে রাত ৯টা থেকে সকাল ৫টা নৈশ কার্ফু জারি থাকছে। বিহারে নতুন সংক্রমিত ৩০১ জন, মোট ৮,৯৭৯ জন। মৃত বেড়ে ৫৮। কর্নাটকেও শনিবার রেকর্ড ৯১৮ জনের সংক্রমণ হয়েছে। তার মধ্যে ৫৯৬ জনই বেঙ্গালুরুতে। নতুন মৃত ১১ জন, মোট ১৯১ জন। সংক্রমিত মোট ১১,৯২৩ জন।
إرسال تعليق
Thank You for your important feedback