ঢাকার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সকাল ৯টায় ঢাকার সদরঘাটের শ্যামবাজার পয়েন্টে এই লঞ্চডুবির ঘটনা ঘটে। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ডুবে যাওয়াযাত্রীদের দেহ উদ্ধার করে দমকলের ডুবুরি দল ও কোস্ট গার্ড। নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে। জানা গিয়েছে, সকাল পৌনে ৮টায় মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ৫০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে ফরাশগঞ্জ এলাকায় ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায় সেটি। কেরানিগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ডুবে যাওয়া লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই নিখোঁজ।
إرسال تعليق
Thank You for your important feedback