করোনা ছড়ায় না মশা


ডেঙ্গু, ম্যালেরিয়া হতে পারে। কিন্তু মশার কামড়ে কখনই করোনাভাইরাসে আক্রান্ত হবেন না। এমনই জানাচ্ছেন ইতালির বিশেষজ্ঞরা। গ্রীষ্মে বাড়ে মশার উপদ্রব। ফলে মশকবাহিত রোগে ভোগেন অনেকেই। এবার বাড়তি দুশ্চিন্তা করোনার প্রকোপ নিয়ে। ইতালিয় সমীক্ষা বলছে, সাধারণ বা টাইগার মশাও করোনার বাহক নয়।
ইতালির জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান আইএসএস এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। এর আগে বিস্ব স্বাস্থ্যসংস্থাও জানিয়েছিল, রক্তশোষক পোকামাকড় থেকে সংক্রমণ হবে না। মশার কামড়ে ডেঙ্গু ও অন্যান্য রোগ ছড়াতে পারে।

সাম্প্রতিক কালে ইতালিতে জিকা ভাইরাস ও ওয়েস্ট নাইল ফিভারের উপস্থিতি জানা গিয়েছে। দুটোই মশা ছড়ায়। তবে বিস্তর পরীক্ষার পর দেখা যাচ্ছে, সার্স-কোভ-২ কোনও মশাই ছড়ায় না। মশাদের সংক্রমিত লোকের রক্ত দিয়ে দেখা গিয়েছে, তা প্রতিরূপ তৈরি করতে পারছে না। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মশা থেকে বাঁচতে হবে। বিশেষ করে, সূর্যোদয় ও সূর্যাস্তের সময়। তাঁরা বলছেন, মশা তাড়ানোর ধূপ ব্যবহার করুন। ফুলহাতা জামা পরুন। ব্যবহার করুন মশারি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم