আমফান ক্ষতিগ্রস্থের তালিকা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ



আমফানে ক্ষতিগ্রস্থদের তালিকা নিয়ে দূর্ণীতির অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। মূলত স্বজনপোষণের অভিযোগ তুলছেন বিরোধীরা। এবার এই তালিকা নিয়েই সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি কর্মীরা। এই ঘটনায় শিশু ও মহিলা সহ আহত হয়েছেন ১২ জন। শনিবার সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর ঘেরি এলাকায়। সম্প্রতি আমফানে ক্ষতিগ্রস্থদের একটি তালিকা জমা পড়ে সন্দেশখালি ১নং ব্লকের বিডিওর কাছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই তালিকা দেখতে বিডিও অফিসে হাজির হলেই তাঁদের ওপর আক্রমণ হয়। অভিযোগের তির শাসকদলের কর্মী-সমর্থকদের দিকেই।
 

যদিও বিজেপি কর্মীরাও পাল্টা আক্রমণ করে। শুরু হয়ে যায় দু-পক্ষের সংঘর্ষ। বাঁশ, লাঠি ও লোহার রড নিয়েই শুরু হয়ে যায় সংঘর্ষ। এই ঘটনায় শিশু ও মহিলারাও হামলার হাত থেকে রেহাই পায়নি। সবমিলিয়ে আহত হয়েছে ১২ জন। প্রত্যেকেই ভর্তি বসিরহাট জেলা হাসপাতালে। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে যায় ন্যাজাট থানার বিশাল পুলিশবাহিনী। পরবর্তী সময় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিজেপির মণ্ডল সভাপতি সঞ্জয় পালের দাবি, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থদের যে তালিকা তৈরি হয়েছে সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নাম নেই। আমরা সেই তালিকা যাচাই করতে গিয়েছিলাম। কিন্তু দূর্ণীতি ধরা পড়ে যাওয়ার ভয়েই পরিকল্পিতভাবে হামলা চালায় তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির উপরেই হামলার দায় ঠেলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم