পাঁচ লাখ ছাড়াল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী সংক্রমণ চার থেকে পাঁচ লাখে পৌঁছাতে সময় নিল মাত্র ৬ দিন। যেথানে করোনা সংক্রমণ এক লাখে পৌঁছাতে সময় নিয়েছিল ৫১ দিন। ফলে করোনা সংক্রমণের এই পরিসংখ্যান দেখে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। ইতিমধ্যেই লকডাউন অনেকটাই শিথিল হয়েছে। চালু হয়ে গিয়েছে সরকারি-বেসরকারি অফিসও। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ যেভাবে হু হু করে বাড়ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮,৫৫২ জন। যা একদিনে আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড। এর ফলে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৮ হাজার ৯৫৩ জন। করোনায় মৃত্যুর হারও দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় দেশে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,৬৮৫। এরমধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৭,১০৬ জনের। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও সর্বাধিক। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর নিরিখে দিল্লিও পাল্লা দিচ্ছে মহারাষ্ট্রকে। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ২,৪৯২ জনের। এরপরেই রয়েছে গুজরাত, সেখানে মৃত্যু হয়েছে ১,৭৭১ জনের। এর পরে তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (৬৩০), পশ্চিমবঙ্গ (৬১৬) ও মধ্যপ্রদেশ (৫৪৬)।
পাঁচ লাখ ছাড়াল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী সংক্রমণ চার থেকে পাঁচ লাখে পৌঁছাতে সময় নিল মাত্র ৬ দিন। যেথানে করোনা সংক্রমণ এক লাখে পৌঁছাতে সময় নিয়েছিল ৫১ দিন। ফলে করোনা সংক্রমণের এই পরিসংখ্যান দেখে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। ইতিমধ্যেই লকডাউন অনেকটাই শিথিল হয়েছে। চালু হয়ে গিয়েছে সরকারি-বেসরকারি অফিসও। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ যেভাবে হু হু করে বাড়ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮,৫৫২ জন। যা একদিনে আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড। এর ফলে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৮ হাজার ৯৫৩ জন। করোনায় মৃত্যুর হারও দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় দেশে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,৬৮৫। এরমধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৭,১০৬ জনের। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও সর্বাধিক। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর নিরিখে দিল্লিও পাল্লা দিচ্ছে মহারাষ্ট্রকে। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ২,৪৯২ জনের। এরপরেই রয়েছে গুজরাত, সেখানে মৃত্যু হয়েছে ১,৭৭১ জনের। এর পরে তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (৬৩০), পশ্চিমবঙ্গ (৬১৬) ও মধ্যপ্রদেশ (৫৪৬)।
إرسال تعليق
Thank You for your important feedback