করোনায় গুরুতর আক্রান্তদের জন্য সস্তা ওষুধ মিলেছে


সস্তা এবং সহজলভ্য একটা ওষুধই পারে গুরুতর অসুস্থ করোনা রোগীদের জীবন বাঁচাতে। করোনা প্রতিরোধে অল্প ডোজে স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসোন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দিলে তার ফল হচ্ছে খুবই ভালো। এই ফল মিলেছে পৃথিবীর সবথেকে বড় পরীক্ষায়। হাসপাতালে ভর্তি ২ হাজার রোগীর ওপর এই ওষুধের পরীক্ষা করা হয়েছে। মারাত্মক সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া রোগী যাঁরা ভেন্টিলেটরে আছেন, তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশের মৃত্যুর সম্ভাবনা কমে যাচ্ছে। অক্সিজেনের সাহায্যে যাঁরা লড়ছেন, তাঁদের এক-পঞ্চমাংশের মৃত্যুর সম্ভাবনা কমে যাচ্ছে। মঙ্গলবার ব্রিটেনের বিজ্ঞানীরা রিকভারি নামের এই পরীক্ষায় দারুণ ফল পাওয়া গিয়েছে বলে জানিয়েছে। তাঁদের প্রস্তাব, অবিলম্বে এই ওষুধ হাসপাতালের রোগীদের দেওয়া শুরু হোক। করোনা আক্রান্ত রোগীরা যাঁরা ভেন্টিলেটর বা অক্সিজেনের ওপর নির্ভরশীল রয়েছেন, তাঁদের ডেক্সামেথাসোন দিলে উপকার হবে। এই ওষুধের দামও খুবই কম। এই পরীক্ষার পরিচালক অক্সফোর্ডের অধ্যাপক মার্টিন ল্যান্ডরে জানিয়েছেন, এই ওষুধে জীবন বাঁচবে। এই ওষুধ মৃত্যুহার কমিয়ে দেবে। এখনও করোনার কোনও অনুমোদিত চিকিৎসা পদ্ধতি বা প্রতিষেধক নেই। তিনি বলেছেন, ব্রিটেনের করোনা রোগীদের ওপর এই ওষুধ যদি প্রয়োগ করা হত, তবে কম করেও ৫ হাজার রোগীর প্রাণ বাঁচানো যেত। গরিব দেশগুলির জন্য এই ওষুধ অত্যন্ত উপযোগী হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم