সোমবার সাতসকালেই তীব্র চাঞ্চল্য মন্দারমনির সমুদ্র সৈকতে। এক বিশালাকায় তিমির মৃতদেহ ভেসে এল সৈকতের বালুকাবেলায়। জানা যাচ্ছে মৃত তিমিটি প্রায় ৩৫ ফুট লম্বা। ওজন নিশ্চিতভাবে কয়েক কুইন্টাল। ঘটনাস্থলে পৌঁছেছেন বনদফতরের আধিকারিকরা। তিমিটির ময়নাতদন্ত শুরু করার তোড়জোড় চলছে। এদিন ভোরে প্রথমে তিমিটির দেহ সৈকতে দেখতে পান মৎস্যজীবীরা। এরপর তিমি ভেসে আসার খবর পেয়েই সৈকতে ভিড় জমায় অসংখ্য মানুষ। রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে মন্দারমনির সৈকতে। যদিও সেখানে সামাজিক দূরত্ববিধির মান্যতা দিতে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে। বনবিভাগের আধিকারিকদের মতে অনেক দূর থেকেই তিমিটির দেহ ভেসে এসেছে। তিমিটির দৈর্ঘ্য ৩৫ ফুট ও চওড়ায় ১০ ফুটের কাছাকাছি। জানা গিয়েছে, তিমিটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ফলে অনুমান, কোনও জাহাজ বা জলযানের ধাক্কায় আহত হয়েই মৃত্যু হয়েছে এই বিশাল তিমিটির। এটির শরীরে পচন না ধরায় অনুমান বেশিদিন আগে মৃত্যু হয়নি তিমিটির। তবে এটি কোন প্রজাতির তিমি সেটা জানা যায়নি।
সোমবার সাতসকালেই তীব্র চাঞ্চল্য মন্দারমনির সমুদ্র সৈকতে। এক বিশালাকায় তিমির মৃতদেহ ভেসে এল সৈকতের বালুকাবেলায়। জানা যাচ্ছে মৃত তিমিটি প্রায় ৩৫ ফুট লম্বা। ওজন নিশ্চিতভাবে কয়েক কুইন্টাল। ঘটনাস্থলে পৌঁছেছেন বনদফতরের আধিকারিকরা। তিমিটির ময়নাতদন্ত শুরু করার তোড়জোড় চলছে। এদিন ভোরে প্রথমে তিমিটির দেহ সৈকতে দেখতে পান মৎস্যজীবীরা। এরপর তিমি ভেসে আসার খবর পেয়েই সৈকতে ভিড় জমায় অসংখ্য মানুষ। রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে মন্দারমনির সৈকতে। যদিও সেখানে সামাজিক দূরত্ববিধির মান্যতা দিতে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে। বনবিভাগের আধিকারিকদের মতে অনেক দূর থেকেই তিমিটির দেহ ভেসে এসেছে। তিমিটির দৈর্ঘ্য ৩৫ ফুট ও চওড়ায় ১০ ফুটের কাছাকাছি। জানা গিয়েছে, তিমিটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ফলে অনুমান, কোনও জাহাজ বা জলযানের ধাক্কায় আহত হয়েই মৃত্যু হয়েছে এই বিশাল তিমিটির। এটির শরীরে পচন না ধরায় অনুমান বেশিদিন আগে মৃত্যু হয়নি তিমিটির। তবে এটি কোন প্রজাতির তিমি সেটা জানা যায়নি।
إرسال تعليق
Thank You for your important feedback