বিগত একমাসে গোটা কাশ্মীর জুড়েই জঙ্গি নিধন অভিযান চলছে। জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা, সিআরপিএফ ও গোয়েন্দাবাহিনী যৌথভাবে গোটা উপত্যাকায় জঙ্গিদের গোপন ডেরায় হানা দিয়ে চলেছেন। আর এতেই একের পর এক এনকাউন্টার চলছে কাশ্মীর উপত্যাকায়। সোমবার ভোরেও ফের এনকাউন্টার হল কাশ্মীরের অনন্তনাগেষ গোপন সূত্রে খবর পেয়ে অনন্তনাগের খুলচোহার এলাকায় হানা দেয় যৌথবাহিনী। সেখানেই নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছে হিজবুল মুজাহিদিন কম্যান্ডার মাসুদ আহমেদ ভাট। তিনি কাশ্মীরের ডোডা জেলার বাসিন্দা। পাশাপাশি এই গুলির লড়াইয়ে নিহত হয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দুই সদস্যও। জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিংহ বলেন, ‘‘এ দিন খুলচোহারের অভিযানে হিজবুল মুজাহিদিনের এক জেলা কম্যান্ডার ও আরও দুই লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যু হয়েছে। মাসুদ আহমেদ ভাটের মৃত্যুর সঙ্গে সঙ্গে ডোডা জেলাও সম্পূর্ণ ভাবে জঙ্গি মুক্ত হয়েছে। কারণ সে-ই ছিল ডোডার শেষ জঙ্গি।
সোমবার ভেরে নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়েই অনন্তনাগে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা আঘাত হানে ভারতীয় নিরাপত্তাবাহিনীও। সূত্রের খবর, তীব্র গুলির লড়াইয়ে খতম হয়েছে ৩ জঙ্গি। যদিও ওই জঙ্গিদের পরিচয় পাওয়া যায়নি এখনও। কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় এখনও কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কিনা জানতে তল্লাশি অভিযান চলছে। উল্লেখ্য, গত শুক্রবারও দক্ষিণ কাশ্মীরের ত্রালের চেওয়া উল্লার এলাকায় তীব্র গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়েছিল। পাশাপাশি গুলিতে জখম হয়েছিলেন দুই জওয়ান। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, কাশ্মীরে নিহত জঙ্গিদের বেশিরভাগই স্থানীয় যুবক। পাকিস্তানী মদতে তাঁরা অস্ত্র হাতে তুলে নিয়ে জঙ্গিদলে নাম লিখেয়েছিল।
إرسال تعليق
Thank You for your important feedback