ভারতে তৈরি প্রথম সম্ভাব্য করোনা টিকা COVAXIN-এর ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে এই কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের কাজ। হায়দরাবাদের এক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা Bharat Biotech এই সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনটি বানিযেছে। এই টিকা COVAXIN মানব শরীরে পরীক্ষা করার অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। ফলে জুলাই মাস থেকেই শুরু হবে প্রথম ও দ্বিতীয় দফার হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল। সূত্রের খবর, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি SARS-CoV-2-এর একটি স্ট্রেন আলাদা করে এই সংস্থার হাতে তুলে দিয়েছিল। তারপরই এই ভ্যাকসিন তৈরি হয়েছে। প্রি-ক্লিনিকাল গবেষণার যাবতীয় তথ্য ড্রাগ কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে জমা দিয়েছিল ভারত বায়োটেক। এরপরই মানব দেহে ট্রায়ালের অনুমতি পেয়েছে এই সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতেই এই সম্ভাব্য করোনা টিকা COVAXIN তৈরি হয়েছে।
উল্লেখ্য, এক ব্রিটিশ সংস্থাও সম্ভাব্য করোনার টিকা আবিষ্কারের খুব কাছে রয়েছে। অক্সফোর্ডের ওই সংস্থার করোনা ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল সফল হয়েছে। বিশ্ব স্বাস্থ্যসংস্থা হু জানিয়েছে, এক মার্কিন সংস্থার তৈরি টিকারও আগামী জুলাই মাসে ট্রায়াল শুরু হবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, চিনা সেনাবাহিনীও সম্ভাব্য করোনার টিকা আবিষ্কারের খুব কাছে রয়েছে। ফলে বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ ভাইরাসকে বাগে আনতে গোটা বিশ্বের বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন।
إرسال تعليق
Thank You for your important feedback