ভারী বৃষ্টির জের, উত্তরবঙ্গের নদীর জলস্তর বাড়ছে, বন্যার ভ্রুকুটি


একটানা প্রবল বৃষ্টিতে ক্রমশ জলস্তর বাড়ছে উত্তরবঙ্গের নদীগুলির। মালদা, উত্তর দিনাজপুরে গঙ্গা সহ কয়েকটি নদীর ভাঙনও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে কয়েকটি জেলায়। একদিকে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত চলছে। অন্যদিকে অসম ও বিহারে বন্যার জেরে জলস্তর বাড়ছে কয়েকটি নদীর। মালদা জেলায় গঙ্গা, ফুলহার ও মহানন্দা নদীর জলস্তর বিপদজনকভাবে বেড়েছে। উত্তর দিনাজপুরের কুলিক নদীতে ক্রমশ জল বাড়ছে। টাঙ্গন নদীর জলও বিপদসীমা ছুঁইছুঁই। নাগর নদীর পার ভেঙে বহু এলাকা প্লাবিত ইতিমধ্যেই। ফলে উত্তর দিনাজপুর জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবমিলিয়ে আতঙ্কেই দিন কাটছে উত্তরবঙ্গবাসীর।


যদিও যুদ্ধকালীন তৎপরতায় ভাঙ্গন মোকাবিলায় নেমেছে রাজ্যের সেচদফতর। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর লাগোয়া আবদুলঘাটা এলাকায়। কুলিক নদীর বাঁধ ভেঙেছে। ফলে প্লাবিত বহু এলাকা। নিজেদের ঘরবাড়ি ছেড়ে ইতিমধ্যেই ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে বহু মানুষ। ব্লক প্রশাসনের তরফে ত্রাণশিবিরগুলিতে দুর্গত মানুষদের কাছে ত্রাণ পৌঁছনোর কাজ চলছে। জলের তলায় চলে গিয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি। টাঙ্গন নদীর জলে প্লাবিত হয়েছে কালিয়াগঞ্জ ব্লকেরও বেশকিছু এলাকা। মালদা জেলায় ফুলহার নদীর জল বেড়ে যাওয়ায় বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জেলার রতুয়া, মানিকচক, কালিয়াচক, মোথাবাড়ি, পুরাতন মালদা, ইংলিশবাজার এলাকার মানুষ আতঙ্কিত। এই পরিস্থিতিতে জোরকদমে কাজ শুরু করেছে রাজ্যের সেচদফতর। জেলা সেচদফতরের আধিকারিক প্রণবকুমার সামন্ত জানিয়েছেন, যে সমস্ত এলাকায় ভাঙনের প্রবণতা আছে সেই সব এলাকায় অস্থায়ী ভিত্তিতে কাজ শুরু হয়েছে। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মাল বলেন জরুরি ভিত্তিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি চলছে ত্রাণ পৌঁছানোর কাজও।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم