বয়স মাত্র ৩৬, কিন্তু এই বয়েসেই আইসিসি-র আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নিলেন মধ্যপ্রদেশের নীতীন মেনন। যিনি তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসি-র এলিট প্যানেলে এলেন। এর আগে এস ভেঙ্কটরাঘবন ও এস রবি এই তালিকায় স্থান পেয়েছিলেন। দীর্ঘদিন ধরেই কোনও ভারতীয় আম্পায়ার আইসিসি-র এলিট প্যানেলে স্থান পাননি। ফলে একটা হতাশা কাজ করছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে। এবার সেই হতাশা মিটল। এর আগে নীতীন মেনন ৩টি টেস্ট, ২৪টা ওয়ানডে এবং ১৬টা টি-২০ ম্যাচ খেলিয়েছেন। আইসিসি-র তরফ থেকে জানানো হয়েছে, সেই ম্যাচগুলিতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করার জন্যই এলিট প্যানেলে জায়গা পেলেন এই তরুণ ভারতীয় আম্পায়ার। নীতীনের কথায়, এটা আমার জন্য বিরাট সম্মানের এবং গর্বের বিষয়।
বিশ্বের সেরা আম্পয়ারদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। আমি মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, বিসিসিআই (BCCI) এবং আইসিসিকে ধন্যবাদ দিতে চাই, আমাকে এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। উল্লেখ্য, প্রক্তন ক্রিকেটারদের মধ্যে ধারাভাষ্যকার হওয়ার প্রবনতা বেশি। তবে জভাগল শ্রীনাথ বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে কাজ করেছেন। এবার নীতীন আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলাবেন।
إرسال تعليق
Thank You for your important feedback