পাকিস্তান থেকে ফোনে হুমকি, নিরাপত্তা জোরদার মুম্বইয়ের হোটেলে


 

পাকিস্তান থেকে ফোনে বোমার হুমকি পাওয়ার পর মুম্বইয়ের তাজ হোটেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত বারোটা নাগাদ নিজেকে লস্কর এ তৈবার সদস্য বলে দাবি করে এক ব্যক্তি ফোনে বোমা মেরে হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপরই হোটেলের সব রাস্তাই বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা জোরদার করা হয়েছে হোটেলের চারিদিকে। ওই ব্যক্তি প্রথমে তাজ হোটেলের কর্মীদের ফোন করে। তারপর ফোন করে বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ড হোটেলেও। করাচিতে যেদিন শেয়ারবাজারে জঙ্গি হামলা হয়েছে, সেদিনই এই ফোন আসায় উদ্বিগ্ন পুলিশ। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা মুম্বইয়ে হামলা চালিয়ে ১৬৬ জনকে হত্যা করেছিল। এই হামলায় জড়িত ছিল পাকিস্তানের লস্করের ১০ সশস্ত্র জঙ্গি। তারা টার্গেট করেছিল মুম্বইয়ে তাজ হোটেলকেই। তারপর হামলা চালিয়েছিল নরিম্যান হাউসে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم