
পাকিস্তান ক্রিকেটাররা ইংল্যান্ড উড়ে গেল সিরিজ খেলতে। এমনিতেই কয়েকজন করোনায় আক্রান্ত ক্রিকেটারদের নিয়ে বিতর্কে পাক বোর্ড। এর ওপর নিজেদের দেশের নামের বানান ভুল লিখে চরম হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করলেন পাক ক্রিকেটের কর্তাব্যক্তিরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ট্যুইটার পেজে পাকিস্তান লিখতে গিয়ে লিখে বসলেন ‘পাকিয়াতান’। যেটা দেখে হেসেই খুন নেটিজেনরা। যদিও নিজেদের ভুল বুধতে পেরে প্রায় ঘন্টাখানেক পর ওই পোস্টটি এডিট করে ঠিক করে দেওয়া হয়। তবুও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ভুল পোস্টের স্ক্রিনশট। ইংল্যান্ড সফরে রওনা হওয়ার আগে কিছু ছবি পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করে। সেই সঙ্গে ক্রিকেটারদের জন্য শুভেচ্ছা বার্তাও দেয় পাক ক্রিকেট বোর্ড। কিন্তু সমস্যা দেখা দেয় ছবির ক্যাপশনে। যেখানে পাকিস্তানের (Pakistan) বদলে লেখা ছিল পাকিয়াতান (Pakiatan)। এরপরই রীতিমতো বিদ্রুপ শুরু হয়ে যায় সোশাল মিডিয়ায়, পোস্টটির স্ক্রিনশট নিয়ে নানান মজাদার কমেন্টস দিতে শুরু করেন নেটিজেনরা।
إرسال تعليق
Thank You for your important feedback