একটানা ১২ দিন, বেড়েই চলছে তেলের দাম



জ্বলানি তেলের দরবৃদ্ধি থামার কোনও লক্ষণ নেই। একটানা ১২ দিন বেড়েই চলছে পেট্রোল, ডিজেলের দাম। পেট্রোলের দাম বৃহস্পতিবার বেড়েছে লিটারে ৫৩ পয়সা, ডিজেলের ৬৪ পয়সা। ফলে ১২ দিনে মোট দাম বাড়ল পেট্রোলের লিটারে ৬ টাকা ৫৫ পয়সা, ডিজেলের ৭ টাকা ৪ পয়সা। দিল্লিতে পেট্রোল হয়েছে ৭৭ টাকা ৮১ পয়সা, ডিজেল ৭৬ টাকা ৪৩ পয়সা। ৮২ দিন দানৃম বাড়ানো বন্ধ রাখার পর ৭ জুন থেকে টানা ১২ দিন দাম বাড়িয়েই চলছে তেল কোম্পানিগুলি। কেন্দ্র উৎপাদন শুল্ক বাড়ানোর পর মার্চ মাসের মাঝামাঝি থেকেই তেলের দরের দৈনিক সংশোধন বন্ধ করে দেয় তেল কোম্পানিগুলি। বিশ্ববাজারে অশোধিত তেলের দর কমতে থাকলেও ভারতে জ্বালানি তেলের দাম ক্রমাগত বেড়ে চলায় নাভিশ্বাস ইতিমধ্যেই নানা সমস্যায় জেরবার সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم