পুলিশের গুলিতে আরও এক কৃষ্ণাঙ্গের মৃত্যু আমেরিকায়

 
ফের বর্ণবিদ্বেষবিরোধী বিক্ষোভ আমেরিকায়। গ্রেফতার করার সময় ২৭ বছরের এক কৃষ্ণাঙ্গ রেসার্ড ব্রুকসকে গুলি করে মেরে ফেলার প্রতিবাদে পদত্যাগ করেছেন আটলান্টার পুলিশপ্রধান এরিকা শিল্ডস। তারপরই আরও উত্তাল হয়ে উঠেছে প্রতিবাদ। বিক্ষোভকারীরা আন্তঃরাজ্য সড়ক অবরোধ করেন। জ্বালিয়ে দেন একটি রেস্তরাঁ। আটলান্টার ওয়েন্ডি রেস্তোরাঁর বাইরে গাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাস্তা আটকানোর জন্য পুলিশকে ডাকা হয়। তাকে গ্রেফতারের সময় রেসার্ড বাধা দেন বলে পুলিশের অভিযোগ। রেসার্ড পুলিশের হাত থেকে বৈদ্যুতিক লাঠি ছিনিয়ে পালাতে গিয়েছিলেন। তখনই পুলিশ গুলি চালায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এক পুলিশ অফিসারও আহত হয়েছেন বলে জানানো হয়েছে। যে পুলিশ অফিসার গুলি চালিয়েছেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে। গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের হত্যার পর থেকেই গোটা আমেরিকা বিক্ষোভে ফুটছে। জর্জকে মুখে হাঁটু দিয়ে চেপে মারা হয়েছিল। তারপর থেকেই শুধু আমেরিকা নয়, বিশ্বের নানা জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ জমায়েত।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم