সূর্যের অগ্নিবলয় দেখা যাচ্ছে কেবল রাজস্থান, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়। রবিবারের সূর্যগ্রহণ বাকি ভারতে আংশিক, পূর্ণগ্রাস নয়। এবছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে বছরের দীর্ঘতম দিনে। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, দিল্লিতে আংশিক গ্রহণ হবে সূর্যের ৯৪ শতাশ, ৭৮ শতাংশ পাটনায়, কলকাতায় ৬৬ শতাংশ, শিলচরে ৭৮ শতাংশ। এর পরের সূর্যগ্রহণ হবে ২০২২ সালে। তবে তা ভারতে তেমন দেখা যাবে না। ভারত ছাড়া কঙ্গো, সুদান, ইথিওপিয়া, ইয়েমেন, সৌদি আরব, ওমান, পাকিস্তান ও চিনে এই বলয়গ্রাস দেখা যাচ্ছে। এই ধরনের বলয়গ্রাস গ্রহণে সূর্যের সমান রেখায় আসার পর চাঁদের আয়তন সামান্য কম হয়। ফলে পূর্ণগ্রাসের সময় তার ছায়াবৃত্তের চারধারে আংটির মতো সূর্যরশ্মি দেখা যাচ্ছে। তবে এই আগুনের আংটি হবে ক্ষণস্থায়ী। উত্তর ভারতে আংশিক গ্রহণ শুরু হয়েছে সওয়া নটায়। পূর্ণগ্রাস শুরু হয়েছে ১০টা ১৭ মিনিটে। আংশিক গ্রহণের শেষ ৩টে ৪ মিনিটে।
সূর্যের অগ্নিবলয় দেখা যাচ্ছে কেবল রাজস্থান, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়। রবিবারের সূর্যগ্রহণ বাকি ভারতে আংশিক, পূর্ণগ্রাস নয়। এবছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে বছরের দীর্ঘতম দিনে। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, দিল্লিতে আংশিক গ্রহণ হবে সূর্যের ৯৪ শতাশ, ৭৮ শতাংশ পাটনায়, কলকাতায় ৬৬ শতাংশ, শিলচরে ৭৮ শতাংশ। এর পরের সূর্যগ্রহণ হবে ২০২২ সালে। তবে তা ভারতে তেমন দেখা যাবে না। ভারত ছাড়া কঙ্গো, সুদান, ইথিওপিয়া, ইয়েমেন, সৌদি আরব, ওমান, পাকিস্তান ও চিনে এই বলয়গ্রাস দেখা যাচ্ছে। এই ধরনের বলয়গ্রাস গ্রহণে সূর্যের সমান রেখায় আসার পর চাঁদের আয়তন সামান্য কম হয়। ফলে পূর্ণগ্রাসের সময় তার ছায়াবৃত্তের চারধারে আংটির মতো সূর্যরশ্মি দেখা যাচ্ছে। তবে এই আগুনের আংটি হবে ক্ষণস্থায়ী। উত্তর ভারতে আংশিক গ্রহণ শুরু হয়েছে সওয়া নটায়। পূর্ণগ্রাস শুরু হয়েছে ১০টা ১৭ মিনিটে। আংশিক গ্রহণের শেষ ৩টে ৪ মিনিটে।
إرسال تعليق
Thank You for your important feedback