লকডাউন শিথিল হয়েছে অনেকটাই। খুলে গিয়েছে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। কিন্তু গণপরিবহণের বড় দুটি মাধ্যম লোকাল ট্রেন ও মেট্রোই বন্ধ রয়েছে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগেই বার্তা দিয়েছিলেন যত সিট তত যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালু করার। সোমবার নবান্নে মেট্রো রেলের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের শীর্ষকর্তারা। এই বৈঠকে রাজ্যের তরফে থাকবেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পরিবহণ সচিব প্রভাত মিশ্র, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা মেট্রোরেলের তরফে থাকবেন জেনারেল ম্যানেজার মনোজ যোশী ও চিফ অপারেটিং অফিসার সাত্যকি নাথ। এই বৈঠক প্রসঙ্গে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘প্রযুক্তিগত ভাবে আমরা পুরোপুরি তৈরি। কিন্তু পাতালে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন চ্যালেঞ্জ। এই বৈঠক শেষেই বোঝা যাবে রাজ্য সরকার কেমন ব্যবস্থা চাইছে। অপরদিকে মেট্রো রেলের তরফে জানা যাচ্ছে, নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে একসঙ্গে রেল ট্র্যাকে ১০টি রেক থাকে। ফলে ভিড় সামলাতে হিমশিম খেতে হবে মেট্রো কর্মীদের। যদিও রেক ও রেললাইন ও সিগন্যাল ও অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, লকডাউনের জেরে প্রায় তিনমাসের বেশি বন্ধ ছিল মেট্রো।
إرسال تعليق
Thank You for your important feedback