ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের নিখোঁজ দুই কর্মী পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হেফাজতে। সরকারি সূত্রে এমনটাই খবর। ভারতের সন্দেহ, ওই ২ জনকে ভারতের চর হিসেবে চিহ্নিত করা হবে। অন্যদিকে, পাক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওই ২ জনকে একটি গাড়ি দুর্ঘটনার মামলায় গ্রেফতার করা হয়েছে। ওই দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। আহত পথচারীর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। সোমবার সকাল আটটা নাগাদ তাঁরা দূতাবাস থেকে একটি বিএমডবলিউ গাড়িতেই বের হন। দুজনেই সিআইএসএফের ড্রাইভার। এনিয়ে ভারতের তরফে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ জানানো হয়েছে। এদিনই পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সৈয়দ হায়দর শাহকে বিদেশমন্ত্রকে ডেকে পাঠানো হয়। অবিলম্বে আটক কর্মীদের এবং গাড়িটিকে ফেরত দিতেও বলা হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে পাক দূতাবাসের দুই কর্মী গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছে। তারা দিল্লির পাক দূতাবাসে ভিসা অফিসারের কাজ করত। তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে একাধিক ভারতীয় দূতাবাসকর্মীকে পাকিস্তানে পিছন থেকে অনুসরণ করা হচ্ছে। অত্যধিক নজরদারির বিরুদ্ধে পাকিস্তানের কাছে অভিযোগও জানিয়েছে ভারত। ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আলুওয়ালিয়ার গাড়ির পিছু ধাওয়া করেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক গোয়েন্দা। দূতাবাসের কর্মী-অফিসারদের নানাভাবে হেনস্থা করার প্রতিবাদ জানিয়ে ভারতের তরফে কড়া নোট মার্চে পাঠানো হয়েছে পাকিস্তানের কাছে। মার্চে এধরনের ১৩টি ঘটনার কথা উল্লেখ করে তা বন্ধ করতে বলেছে ভারত। এর তদন্তও দাবি করা হয়েছে।
ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের নিখোঁজ দুই কর্মী পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হেফাজতে। সরকারি সূত্রে এমনটাই খবর। ভারতের সন্দেহ, ওই ২ জনকে ভারতের চর হিসেবে চিহ্নিত করা হবে। অন্যদিকে, পাক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওই ২ জনকে একটি গাড়ি দুর্ঘটনার মামলায় গ্রেফতার করা হয়েছে। ওই দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। আহত পথচারীর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। সোমবার সকাল আটটা নাগাদ তাঁরা দূতাবাস থেকে একটি বিএমডবলিউ গাড়িতেই বের হন। দুজনেই সিআইএসএফের ড্রাইভার। এনিয়ে ভারতের তরফে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ জানানো হয়েছে। এদিনই পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সৈয়দ হায়দর শাহকে বিদেশমন্ত্রকে ডেকে পাঠানো হয়। অবিলম্বে আটক কর্মীদের এবং গাড়িটিকে ফেরত দিতেও বলা হয়েছে। উল্লেখ্য, দিল্লিতে পাক দূতাবাসের দুই কর্মী গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছে। তারা দিল্লির পাক দূতাবাসে ভিসা অফিসারের কাজ করত। তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে একাধিক ভারতীয় দূতাবাসকর্মীকে পাকিস্তানে পিছন থেকে অনুসরণ করা হচ্ছে। অত্যধিক নজরদারির বিরুদ্ধে পাকিস্তানের কাছে অভিযোগও জানিয়েছে ভারত। ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আলুওয়ালিয়ার গাড়ির পিছু ধাওয়া করেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক গোয়েন্দা। দূতাবাসের কর্মী-অফিসারদের নানাভাবে হেনস্থা করার প্রতিবাদ জানিয়ে ভারতের তরফে কড়া নোট মার্চে পাঠানো হয়েছে পাকিস্তানের কাছে। মার্চে এধরনের ১৩টি ঘটনার কথা উল্লেখ করে তা বন্ধ করতে বলেছে ভারত। এর তদন্তও দাবি করা হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback