আপাতত লকডাউন পেরিয়ে আনলক-১ পর্বে কলকাতায় রাস্তায় ফের নামল ট্রাম। এতদিন ট্রাম বেরোয়নি গুমটি থেকে। রবিবার সকাল থেকে বিভিন্ন ডিপো থেকে চলতে শুরু করল ট্রাম। ১৪৭ বছরের কলকাতার ট্রামে চড়তে পেরে খুশি যাত্রীরা। মেট্রো, লোকাল ট্রেন বন্ধ এখনও। বেসরকারি বাস পুরোদমে কবে চলবে কবে ঠিক হয়নি তাও। রাস্তায় নিত্যযাত্রীদের জনস্রোত, বাসে বাদুড়ঝোলা ভিড়। তারইমধ্যে সরকার জানিয়েছিল, বাড়তি সরকারি ও এসি বাসের সঙ্গে নামানো হবে ট্রামও।
আপাতত লকডাউন পেরিয়ে আনলক-১ পর্বে কলকাতায় রাস্তায় ফের নামল ট্রাম। এতদিন ট্রাম বেরোয়নি গুমটি থেকে। রবিবার সকাল থেকে বিভিন্ন ডিপো থেকে চলতে শুরু করল ট্রাম। ১৪৭ বছরের কলকাতার ট্রামে চড়তে পেরে খুশি যাত্রীরা। মেট্রো, লোকাল ট্রেন বন্ধ এখনও। বেসরকারি বাস পুরোদমে কবে চলবে কবে ঠিক হয়নি তাও। রাস্তায় নিত্যযাত্রীদের জনস্রোত, বাসে বাদুড়ঝোলা ভিড়। তারইমধ্যে সরকার জানিয়েছিল, বাড়তি সরকারি ও এসি বাসের সঙ্গে নামানো হবে ট্রামও।
إرسال تعليق
Thank You for your important feedback