বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। সেই তুলনায় উত্তরবঙ্গের পাঁচ
জেলায় ভারী বৃষ্টি চলছে কয়েকদিন ধরে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার,
আলিরপুরদুয়ার এবং কালিম্পঙে গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি
হয়েছে কোথাও কোথাও। তবে দক্ষিণের জেলাতেও এবার বৃষ্টির পূর্ভাবাস দিল
আলিপুর হাওয়া অফিস। বঙ্গোপসাগরের উপর যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল
তার স্থান পরিবর্তন হয়েছে। যা দক্ষিণবঙ্গের উপর প্রভাব বিস্তার করছে এই
মুহূর্তে। এর জেরেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে আগামী
২৪ ঘন্টায়। গত কয়েকদিন উত্তরবঙ্গের উপর এই নিম্নচাপ অক্ষরেখা প্রভাব
বিস্তার করেছিল। ফলে ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। কোথাও
আবার অতি ভারী বৃষ্টিও হয়েছে। এর জেরে মৌসুমী বায়ুও সক্রিয় হয়েছে।
বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
শনিবার দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো। দফায় দফায় বৃষ্টি
হচ্ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা
সহ বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুই
মেদিনীপুর এবং নদিয়ায় দফায় দফায় বৃষ্টি চলবে।
إرسال تعليق
Thank You for your important feedback