ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জার্সিতে প্রতিবাদ, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’


জার্সিতেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। ব্ল্যাক লাইভস ম্যাটার (black lives matter) লেখা লোগো থাকবে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জার্সিতে। আসন্ন ইংল্যান্ড সিরিজেই এই জার্সিতে জেসন হোল্ডারের নেতৃত্বে মাঠে নামবে ক্যারাবিয়ান দল। ইংল্যান্ডে পা দেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনেই এমন ইঙ্গিত দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। পরে দলের তরফেও এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তি জারি করে। উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়র লিগের ২০টি দল তাদের জার্সিতে যে ব্ল্যাক লাইভস ম্যাটার লোগো ব্যবহার করছে, সেটিই ব্যবহার করবে ওয়েস্ট ইন্ডিজ দল। আইসিসিও ওয়েস্ট ইন্ডিজ দলকে তাদের জার্সিতে এই প্রতিবাদী বার্তা বহনের ছাড়পত্র দিয়েছে বলে জানা যাচ্ছে। অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, ‘আমরা ইংল্যান্ডে এসেছি উইজডেন ট্রফি দখলে রাখার উদ্দেশ্য নিয়ে। তবে সুবিচার ও সাম্যের দাবিতে চারিদিকে যা ঘটছে, তা থেকে মুখ ফিরিয়ে থাকা সম্ভব নয়’। ফলে ক্যারাবিয়ান ক্রিকেট দলও এবার বিএমএল লোগো জার্সিতে সাটিয়ে মাঠে নেমে ইতিহাস গড়তে চলেছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم