করোনায় আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়

 

এবার করোনা হানা দিল বঙ্গ বিজেপির অন্দরেও। হুগলির বিজেপি সাংসদের শরীরে মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব। শুক্রবার নিজেই ট্যুইট করে জানিয়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘আজ সকালেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য জ্বর আছে। নিজেকে এক সপ্তাহ ধরেই আইসোলেশনে রেখেছিলাম। সকলকে আমার শারীরিক অবস্থার খবর দিতে থাকব। অল ইজ ওয়েল’।
 

উল্লেখ্য, এই প্রথম রাজ্যের কোনও বড় মাপের বিজেপি নেতা করোনা আক্রান্ত হলেন। তবে জ্বর ও করোনার লক্ষণ থাকায় বিজেপি নেত্রী নিজেকে আইসোলেশনে রেখেছিলেন। বিগত এক সপ্তাহ তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দলীয় নেতা-নেত্রীদের নির্দেশ দিয়েছিলেন, করোনার সামান্যতম উপসর্গ দেখা দিলেই আইসোলেশনে থাকার জন্য। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, অসুস্থতা নিয়ে কর্মসূচিতে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে করোনা ছড়ানোর অভিযোগ তুলতে পারে তৃণমূল কংগ্রেস। এবার তাঁর আশঙ্কা সত্যি হল। করোনায় আক্রান্ত হলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم