মায়নমারে জেডের খনিতে ধসে মৃত্যু বেড়ে হয়েছে ১৬২। উত্তর মায়নামারে ওই খনিতে বৃহস্পতিবার ভোর ওই ধস নামে। আকস্মিক ধসে চাপা পড়েন বহু শ্রমিক। বর্জ্যের বিশাল স্তূপ নেমে এসে তাদের জীবন্ত চেপে দেয় পাশের একটি লেকে। কাচিন রাজ্যের পাকান্তে জেড পাথরের খনিতে কাজ করেন প্রচুর লোক। এপর্যন্ত বের করা হয়েছে ১৬২টি মৃতদেহ। আরও অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৫ সালেও ধসে চাপা পড়ে মারা গিয়েছিলেন প্রায় ১০০ জন। শ্রমিকরা ছাড়াও এখানে জেড পাথর কুড়োতে আসেন অনেকে।
মায়নমারে জেডের খনিতে ধসে মৃত্যু বেড়ে হয়েছে ১৬২। উত্তর মায়নামারে ওই খনিতে বৃহস্পতিবার ভোর ওই ধস নামে। আকস্মিক ধসে চাপা পড়েন বহু শ্রমিক। বর্জ্যের বিশাল স্তূপ নেমে এসে তাদের জীবন্ত চেপে দেয় পাশের একটি লেকে। কাচিন রাজ্যের পাকান্তে জেড পাথরের খনিতে কাজ করেন প্রচুর লোক। এপর্যন্ত বের করা হয়েছে ১৬২টি মৃতদেহ। আরও অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৫ সালেও ধসে চাপা পড়ে মারা গিয়েছিলেন প্রায় ১০০ জন। শ্রমিকরা ছাড়াও এখানে জেড পাথর কুড়োতে আসেন অনেকে।
إرسال تعليق
Thank You for your important feedback