মোদি ফিরতেই লাদাখে গেল আরও এক ডিভিশন সেনা

  
লাদাখে চিন সীমান্ত উত্তেজনার মধ্যেই শুক্রবার সকালে লেহ পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন, দেখা করেন আহত জওয়ানদের সঙ্গেও। সেনাবাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। প্রধানমন্ত্রী লাদাখ থেকে ফিরতেই সেখানে আরও সেনা মোতায়েন করল প্রতিরক্ষামন্ত্রক। সূত্রের খবর, লাদাখে আরও এক ডিভিশন সেনা মোতায়েন করল ভারত। সেনা সূত্রে জানা যাচ্ছে, আগেই লাদাখে তিন ডিভিশন সেনা মোতায়েন ছিল। এবার সেখানে মোট চার ডিভিশন সেনাবাহিনী মোতায়েন হল। একটি ডিভিশনে সব মিলিয়ে ১৫ হাজার থেকে ২০ হাজার সৈন্য। অর্থাত্‍,‌ চার ডিভিশন মিলিয়ে ভারতের দিক থেকে প্রায় ৮০ হাজারের কাছাকাছি সেনা মোতায়েন রয়েছে পূর্ব লাদাখে।
 

তবে শুধু সেনা সমাবেশ নয়, সেইসঙ্গে লাদাখে সমরাস্ত্র, যুদ্ধের সরঞ্জামও বাড়াচ্ছে ভারত। উল্লেখ্য, লাদাখে একসঙ্গে এত সেনা আগে কখনও মোতায়েন করেনি ভারত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায়, প্রকৃত নিয়ন্ত্রনরেখায় ভারী চিনা সেনা সমাবেশের খবর পাওয়ার পরই পাল্টা কৌশল হিসেবে সেনা মোতায়েন করছে ভারত। তাই চিনকে বার্তা দিতেই বাড়তি এক ডিভিশন সেনা পাঠাল প্রতিরক্ষামন্ত্রক। শুক্রবার লাদাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও সেনাপ্রধান এম এম নারবনে। সেনা জওয়ানদের সামনেই মোদি নাম না নিয়ে বার্তা দিয়েছিলেন চিনকে। তিনি বলেন, ‘আগ্রাসনের দিন শেষ। এখন প্রগতির যুগ। এগিয়ে যাওয়ার সময়। ইতিহাস সাক্ষী আগ্রাসনকারীরা সবসময় ধ্বংস হয়েছে। যারা আগ্রাসনের নীতিতে চলছে, তারা শান্তির পক্ষে বিপদের কারণ’। এরপরই আরও এক ডিভিশন সেনা লাদাখে পাঠিয়ে চিনকে আরও কড়া বার্তা দিল ভারত।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم