নিউটাউনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালেই দিলীপ ঘোষের ওপর
হামলা চালায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। ভাঙচুর হয় তাঁর গাড়িটি। এদিন পুরো
ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে দিলীপ ঘোষকে ফোন করেন অমিত শাহ। কারা আক্রমণ
চালিয়েছে? কীভাবে হামলা করা হয়? দিলীপ ঘোষের কাছ থেকে বিস্তারিত জানেন
তিনি। এদিন সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন
করেছিলেন। তাঁকে আমি জানিয়েছি, হ্যাঁ তৃণমূলের কর্মীরা আক্রমণ করেছে। তবে
এটা স্বাভাবিক ব্যাপার। প্রতিদিনই আমাদের ওপর এসব হয়’। সম্প্রতি বাড়ি
বদল করেছেন বিজেপির রাজ্য সভাপতি। সল্টলেকের ভাড়া বাড়ি ছেড়ে তিনি উঠেছেন
নিউটাউনের এক আবাসনে। সেখানে ১২টি ঘর নিয়ে থাকছেন দিলীপ ঘোষ। এদিন তাঁর
অভিযোগ, ওই বাড়ির মালিককে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি লালবাজারে
ডেকে পাঠানো হয়েছে। দিলীপবাবুর আরও অভিযোগ, নতুন বাড়িতে যেদিনই এসেছি,
সেদিনই লোকাল মস্তানরা মালিককে এসে চমকে গিয়েছে। জানতে চেয়েছে কেন থাকতে
দিয়েছেন? আপনার কি জমির কাগজ আছে? বাড়ির প্ল্যান আছে কিনা? এই সব নথি
এনকেডিএ ও হিডকোর অফিসে জমা করুন। তাঁর আরও অভিযোগ, হঠাৎ করে ওদের মনে হল
বাড়ির প্ল্যান নেই। এমনকী লালবাজারে পর্যন্ত ডেকে পাঠিয়েছে ওই হাউজিং-এর
মালিককে। তিনি সমস্ত বিষয়ই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তবে
পুরো বিষয় নিয়ে তিনি কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানাতে পারেন।
إرسال تعليق
Thank You for your important feedback