করোনা আক্রান্ত বিগ বি স্থিতিশীল, সংক্রমণ মৃদু


করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চনের অবস্থা স্থিতিশীল। তাঁর সংক্রমণও সামান্য। শনিবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে রাখা হয়েছে রেসপিরেটরি আইসোলেশন ইউনিটে। সঙ্গে করোনায় সংক্রমিত তাঁর ছেলে অভিষেক বচ্চনও ভালো আছেন। অভিতাভ এবং অভিষেকের পজিটিভ রিপোর্ট এলেও নেগেটিভ এসেছে জয়া বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের। রবিবার সকাল থেকেই তাঁদের দুটি বাড়ি জলসা এবং প্রতীক্ষায় স্যানিটাইজেশনের কাজ শুরু করেছে মুম্বই পুরসভা।
শনিবার রাতে ৭৭ বছর বয়েসী অমিতাভ নিজেই টুইটে জানান, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালের তরফেই প্রশাসনকে জানানো হচ্ছে। পরিবারের বাকিরা এবং বাড়ির পরিচারকদের পরীক্ষা করানো হয়েছে। ফল এখনও জানা যায়নি। গত দশদিনে যাঁরা আমার সান্নিধ্যে এসেছেন, প্রত্যেকে পরীক্ষা করিয়ে নিন। এরপর টুইট করেন অভিষেকও। আনলক পর্বেও বাড়িতেই ছিলেন বিগ বি। ৬৫ বছরের বেশি বয়স হওয়ায় তিনি শুটিং করতে পারছিলেন না। তিনি ঘরে বসেই একটি ভিডিয়ো শুটে কাজ করেছিলেন। অমিতাভের কওন বনেগা ক্রোড়পতির অডিশনও শুরু হয়ে গিয়েছিল। এপর্যন্ত তাঁকে শেষ দেখা গিয়েছে পরিচালক সুজিত সরকারের সিতাবো ফিল্মে।
অন্যদিকে, রেখার বাড়ির এক পরিচারকের করোনা ধরা পড়ায় এ দিনই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে তাঁর সি স্প্রিংস বাংলো সিল করে দেওয়া হয়েছে। এসবের মধ্যেই আইসোলেশনে চলে গিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। রাজভবনের ১৬ জন কর্মী আক্রান্ত হওয়ার পর তিনি স্বেচ্ছা গৃহবন্দি হয়েছেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم