ভারত-চিন সীমান্তে উত্তেজনা সামান্য প্রশমিত হয়েছে বলেই দাবি দুদেশের। প্রকৃত নিয়ন্ত্রনরেখা থেকে দুদেশের সেনাবাহিনীই কিছুটা পিছু হঠেছে। গত ১৫ জুনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে মুখোমুখি দাঁড়িয়ে ছিল দুদেশের সেনাবাহিনী। ফলে পরিস্থিতি ক্রমশ উত্তেজক হয়ে উঠছিল। দুবার শীর্ষ সেনা বৈঠক ও বেশ কয়েকবার কূটনৈতিক স্তরে আলোচনার পর সেনা দেড় থেকে দুই কিমি পিছিয়ে চিন। পরে ভারতও সেনা সরিয়েছে। তবুও চিনকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ভারত। ভারত-চিন সীমান্তে পুরোদস্তুর প্রস্তুত থাকছে সেনাবাহিনী। বিশেষকরে বায়ুসেনা রাতেও মহড়া দিচ্ছে চিন সীমান্ত এলাকায়। পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্তের কাছে রাতেও আকাশে চক্কর কাটছে বায়ুসেনার চিনুক, অ্যাপাচে কপ্টার ও মিগ-২৯ যুদ্ধবিমান। কোনও রকমের আপৎকালীন পরিস্থিতিতে যাতে দ্রুত যুদ্ধবিমান পৌঁছে যায়, সেই জন্য সচেষ্ট রয়েছে বায়ুসেনার পাইলটরা। উল্লেখ্য, লকডাউনের মধ্যেই কোয়ারেন্টাইন নীতি শিথিল করে আমেরিকা থেকে জরুরি ভিত্তিতে অ্যাপাচে কপ্টার নিয়ে এসেছে ভারত।
দেখুন ভিডিও….
#WATCH Indian Air Force (IAF) Apache attack helicopter at a forward airbase near India-China border carrying out night operations. pic.twitter.com/Hr5kJbED4Q— ANI (@ANI) July 7, 2020
إرسال تعليق
Thank You for your important feedback