
আনলক-২ পর্যায়ে সবে স্বাভাবিক হচ্ছে দেশ। প্রায় তিনমাসের বেশি ধরে আটকে থাকা বিয়ের অনুষ্ঠানগুলি ফের হতে শুরু করেছে ধীরে ধীরে। এরমধ্যেই মধ্যপ্রদেশে এক মর্মান্তিক ঘটনায় হতচকিত গোটা দেশ। বিয়ের দিনই বিউটি পার্লারে সাজার সময় খুন হলেন কনে। আর খুনে অভিযুক্ত ব্যর্থ প্রেমিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে মধ্যপ্রদেশের পুলিশ। রবিবার সন্ধ্যের ঘটনা, মধ্যপ্রদেশের শাজাপুরে। বছর তেত্রিশের একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল উজ্জয়নীর এক পাত্রের সঙ্গে। বিয়ের জন্য সাজতে গিয়েছিলেন স্থানীয় এক বিউটি পার্লারে। আচমকাই সেখানে হামলা চালায় এক যুবক। ছুরির কোপে গলা কেটে খুন করে চম্পট দেয় ওই যুবক। ফলে বিয়ের আনন্দ মূহুর্তে পরিনত হয় বিষাদে। বিয়ের সাজেই ওই মহিলার দেহ পড়ে থাকে বিউটি পার্লারে। ঘটনাস্থলে আসে শাজাপুর থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সঙ্গে প্রায় ৩ বছরের যোগাযোগ ছিল ওই মহিলার। ওই যুবক বিবাহিত হওয়ায় প্রেমে প্রত্যাখান করেন যুবতী। ফলে প্রথম থেকেই আক্রোশ ছিল ওই যবুবকের। এর আগেও কয়েকবার হুমকি দিয়েছিল সে। এমনকি এর আগেও একটি বিয়ে ভেঙে যায় ওই যুবকের জন্য। রবিবার সন্ধ্যায় বিয়ের জন্য সাজতে গিয়েছিলেন ওই যুবতী। সেখানেই বাইকে আসে রাহুল নামে ওই যুবক। আচমকাই ছুরি নিয়ে আক্রামণ করে কনের সাজে থাকা যুবতীর ওপর। এরপরই কিছু বুঝে ওঠার আগেই সে চম্পট দেয়। যদিও ওই পার্লারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মূল অভিযুক্ত ও এক সঙ্গীকে চিহ্নিত করেছে পুলিশ। এসপি গৌরব তেওয়ারি জানিয়েছেন, ‘বাইকে করে দুজন সেদিন পার্লারে আসে। একজন ভিতরে ঢোকে, অন্যজন বাইরে দাঁড়িয়েছিল। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তের খোঁজ চলছে’। আর ওই কনের পরিবারের দাবি, তাঁরা আগে থেকে কিছুই জানতে পারেননি। ছেলেটি যে এরকম করবে কিছুই বুঝতে পারিনি। কিন্তু বিয়ের মাত্র কয়েক ঘন্টা আগে এই মর্মান্তিক পরিনতিতে হতবাক গোটা পরিবার।
إرسال تعليق
Thank You for your important feedback