শিয়ালদা বউবাজারের এক হোটেল ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনীভূত হল। দিন পাঁচেক নিখোঁজ থাকার পর হাওড়ার শিবপুর লঞ্চঘাট থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম ভূপাল মুখোপাধ্যায়। তাঁর শিয়ালদার কাছে একটি গেস্ট হাউস রয়েছে। পাশাপাশি তিনি এক বেসরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন। পরিবারের দাবি, ভূপালকে খুন করা হয়েছে এবং এক ঘনিষ্ঠ বন্ধু এই ঘটনায় জড়িত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, গত ২৯ জুন সন্ধ্যায় এক বন্ধুর ফোন পেয়েই বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপরই ফোন সুইচড অফ হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মুচিপাড়া থানায় নিখোঁজ ডায়রি করেন। পুলিশ প্রথমে ভূপালের বন্ধ সুরজ সোনকারের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হন।
পরে যোগাযোগ করা সম্ভব হলে তাঁরই বলে দেওয়া স্থান নিমতলার ভূতনাথ মন্দিরের কাছে মেলে ভূপালের মোটরবাইক। মৃতের মোবাইল ফোনও পাওয়া যায় বন্ধুর কাছে। মৃতের পরিবার ডিসি পদমর্যাদার এক আধিকারিকের কাছে সুরজের বিরুদ্ধে অভিযোগ জানায়। এরপরই নড়েচড়ে বসে পুলিশ বলে অভিযোগ ওই ব্যবসায়ীর পরিবারের। রবিবার রাতেই তাঁর দেহ উদ্ধার হয় হাওড়ার শিবপুরের কাছে গঙ্গার ঘাটে। দেহ পচন ধরায় পুলিশের সন্দেহ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল ভূপালবাবুর। অভিযুক্তকে জেরা করছে মুচিপাড়া থানার পুলিশ। তবে এটি খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা সেটা নিয়ে ধন্ধে পুলিশ। মৃতের স্ত্রী ৯ মাসের অন্ত:সর্ত্ত্বা। দিন কয়েকের মধ্যেই সন্তান প্রসব করবেন তিনি। এই পরিস্থিতিতে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। তিনি সরাসরি ওই বন্ধুর দিকেই খুনের অভিযোগ করছেন। জট ছাড়াতে তদন্ত করছে পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback