নেপালের রাজনীতিতে নাক গলাচ্ছে চিন


নেপালের ঘরোয়া রাজনীতিতে সরাসরি নাক গলাচ্ছে চিন। এমনই অভিযোগ উঠেছে কাঠমান্ডুতে চিনা রাষ্ট্রদূত হুউ ইয়াঙ্কির সঙ্গে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী মাধবকুমার নেপালের বৈঠকের পর। যখন নেপাল কমিউনিস্ট পার্টির অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে, প্রধানমন্ত্রী কে পি ওলির পদত্যাগের দাবি জোরালো হচ্ছে, তখনই এই বৈঠক ঘিরে রাজনীতির বাজার সরগরম। ইয়াঙ্কি নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর সঙ্গেও কথা বলেছেন। কী কথা হয়েছে তা জানা না গেলেও মনে করা হচ্ছে, নেপালের কমিউনিস্ট পার্টির গোলমাল মেটাতেই চিনের হয়ে আসরে নেমেছেন ইয়াঙ্কি। গত মে মাসে যখন ওলির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়, তখনও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন ইয়াঙ্কি। সে যাত্রায় গদি বাঁচিয়েছিলেন ওলি। রবিবার রাতে পুষ্পকমল দাহাল প্রচণ্ড, ঝালানাথ খানাল ও মাধব নেপাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ওলির ওপর তাঁদের অনাস্থা জানিয়ে এসেছিলেন। ভারতবিরোধী মন্তব্যের জন্য প্রকাশ্যেই সমালোচিত হয়েছেন ওলি। এই প্রেক্ষিতে চিনের তৎপরতা তাদের সামগ্রিক আগ্রাসনের নীতিরই প্রতিফলন, এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم